কমন্স:অঞ্চল অনুযায়ী কপিরাইট নিয়মাবলী/বাংলাদেশ
কপিরাইট নিয়মাবলী: বাংলাদেশ সংক্ষিপ্ত: COM:বাংলাদেশ | |
স্থিতিকাল | |
---|---|
মানক | জীবনকাল + ৬০ বছর |
আলোকচিত্র | প্রকাশকাল + ৬০ বছর |
নামবিহীন | প্রকাশকাল + ৬০ বছর |
অডিওভিজ্যুয়াল | প্রকাশকাল + ৬০ বছর |
মরণোত্তর | প্রকাশকাল + ৬০ বছর |
সরকার | প্রকাশকাল + ৬০ বছর |
অন্য | |
প্যানোরামার স্বাধীনতা | হ্যাঁ |
শর্তাবলী বছরের শেষ পর্যন্ত চলে | হ্যাঁ |
সাধারণ লাইসেন্স ট্যাগ | {{PD-Bangladesh}} |
চুক্তি | |
বার্ন কনভেনশন | ৪ মে ১৯৯৯ |
সর্বজনীন কপিরাইট কনভেনশন | ৫ আগস্ট ১৯৭৫ |
ডব্লিউটিও সদস্য | ১ জানুয়ারি ১৯৯৫ |
ইউআরএএ পুনরুদ্ধারের তারিখ ১ | ১ জানুয়ারি ১৯৯৬ |
১A work is usually protected in the US if it is a type of work copyrightable in the US, published after 31 December ১৯২৮ and protected in the country of origin on the URAA date. | |
এই পৃষ্ঠাটি বাংলাদেশের কপিরাইট বিধিগুলির একটি আলোকপাত প্রদান করে যা উইকিমিডিয়া কমন্সে আপলোড কাজের সাথে সম্পর্কিত।
লক্ষ্য করুন যে উইকিমিডিয়া কমন্সে আপলোড করার আগে, বাংলাদেশে উদ্ভূত যে কোনও কাজ অবশ্যই পাবলিক ডোমেইনে থাকতে হবে, বা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশে মুক্ত লাইসেন্সের আওতায় উপলব্ধ হতে হবে। বাংলাদেশ থেকে কোনও কাজের কপিরাইটের স্থিতি নিয়ে যদি সন্দেহ থাকে তবে স্পষ্টতার জন্য সংশ্লিষ্ট আইনগুলি দেখুন।
প্রেক্ষাপট
১৯৪৭ সালে পাকিস্তানের পূর্ব অংশ হিসাবে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত বাংলা ব্রিটিশ ভারতের অংশ ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ নাম ধারণ করে এই দেশটি পাকিস্তান থেকে স্বাধীন হয়।
১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য এবং ১৯৯৯ সালের ৪ মে থেকে বার্ন কনভেনশনের সদস্য।[1]
১৯১৪ সালে ব্রিটিশ কপিরাইট আইনের উপর ভিত্তি করে বাংলাদেশে প্রথম কপিরাইট আইন চালু করা হয়। এটি পরে বাতিল করে কপিরাইট অধ্যাদেশ ১৯৬২ চালু করা হয়, যা পরবর্তীতে বাতিল করে কপিরাইট আইন ২০০০ চালু করা হয় ।[2]
২০১৮ সাল অনুযায়ী জাতিসংঘের বিশ্ব মেধা সম্পদ সংস্থা (ডব্লিউআইপিও), বাংলাদেশের সংসদ কর্তৃক প্রণীত কপিরাইট আইন, ২০০০ (২০০০ সনের ২৮ নং আইন, ২০০৫ সাল পর্যন্ত সংশোধিত)-কে প্রধান কপিরাইট আইন হিসেবে তালিকাভুক্ত করেছে।[1] ডব্লিউআইপিও তাদের ডব্লিউআইপিও লেক্স ডাটাবেসে এই আইনের বাংলা সংস্করণ অন্তর্ভুক্ত করেছে।[3] কপিরাইট অফিস বাংলাদেশ তাদের ওয়েবসাইটে এর একটি ইংরেজি অনুবাদ প্রদান করেছে।[4]
কপিরাইট আইন, ২০০০-এর ফলে "কপিরাইট অধ্যাদেশ, ১৯৬২ (১৯৬২-এর অধ্যাদেশ নং XXXIV)" বাতিল করা হয়।[২৮/২০০০ ধারা ১০৫(১)]
এই আইনটি অতীত ক্ষেত্রে প্রযোয্য নয়: "উপ-ধারা (১) এর অধীন রহিত আইনের অধীন কোন কর্মের কপিরাইট ছিল না এমন কোন কর্মের ক্ষেত্রে এই আইনের অধীন কপিরাইট থাকিবে না"।[২৮/২০০০ ধারা ১০৫(৩)]
সাধারণ নিয়মাবলী
কপিরাইট আইন ২০০০-এর অধীনে,
- প্রণেতার জীবনকালে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) কপিরাইট তাহার মৃত্যুর পরবর্তী পঞ্জিকা-বৎসর হইতে গণনা করিয়া ষাট বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে। যৌথভাবে প্রণীত কর্মের ক্ষেত্রে, "প্রণেতা" অর্থে যে প্রণেতার মৃত্যু শেষে হইয়াছে তাহাকে বুঝিতে হইবে।[২৮/২০০০ ধারা ২৪]
- প্রণেতার মৃত্যুর তারিখে কপিরাইট বিদ্যমান থাকে এমন সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা খোদাই-কর্ম, বা অনুরূপ কর্মের যৌথ প্রণেতার ক্ষেত্রে, যিনি শেষে মৃত্যুবরণ করেন তাহার মৃত্যুর তারিখে বা উক্ত তারিখের পূর্বে কিন্তু যাহা বা যাহার অভিযোজন উক্ত তারিখের পূর্বে হয় নাই, তদ্রুপ ক্ষেত্রে, কর্মটির প্রথম প্রকাশের পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে বা কর্মটির কোন অভিযোজন পূর্ববর্তী কোন বৎসরে প্রকাশিত হইয়া থাকিলে সেই বৎসরের পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৫(১)]
- কোন চলচ্চিত্র ফিল্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৬]
- কোন শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে, যে বৎসর রেকর্ডিং প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৭]
- ফটোগ্রাফের ক্ষেত্রে, যে বৎসর ফটোগ্রাফটি প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৮]
- কম্পিউটার সৃষ্ট কর্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৮ক]
- বেনামী বা ছদ্মনামে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ২৯]
- কোন সরকারী কর্মের কপিরাইটের ক্ষেত্রে, সরকার ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইলে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে।[২৮/২০০০ ধারা ৩০]
কপিরাইট ট্যাগসমূহ
আরও দেখুন : কমন্স: কপিরাইট ট্যাগ
- {{PD-Bangladesh}} - ছবি এবং চলচ্চিত্রের ক্ষেত্রে, যে বছর তা প্রকাশিত হয় সেই বছরের শেষ থেকে পরবর্তী ৬০ বছর; অন্য কাজের ক্ষেত্রে, লেখকের মৃত্যুর পর থেকে বা সর্বশেষ লেখকের মৃত্যুর পর থেকে আরও ৬০ বছর।
বিস্তৃত দৃশ্যের স্বাধীনতা
আরও দেখুন : কমন্স:বিস্তৃত দৃশ্যের স্বাধীনতা
স্থাপত্য, ভাস্কর্য, ও শিল্পসুলভ কারিকর সমৃদ্ধ কর্ম হলে ঠিক আছে: {{FoP-Bangladesh}}
অন্যান্য ধরনের শিল্পসুলভ কর্ম হলে ঠিক নেই।
বাংলাদেশের "কপিরাইট আইন ২০০০" অনুযায়ী, কতিপয় কার্য কপিরাইট লঙ্ঘন নয়:
- কোন স্থাপত্য শিল্পকর্মের চিত্রাংকন, রেখাচিত্র, খোদাই বা আলোকচিত্র তৈরী বা প্রকাশ অথবা কোন স্থাপত্য শিল্পকর্মের প্রদর্শন করা।[২৮/২০০০ ধারা ৭২(ধ)];
- প্রকাশ্যস্থানে বা জনসাধারণের প্রবেশাধিকার আছে এমন স্থানে স্থায়ীভাবে অবস্থিত ধারা ৩৬(গ)-এর অন্তর্ভুক্ত কোন ভাস্কর্য বা অন্যান্য শিল্পকর্মের চিত্রাংকন, রেখাচিত্র, খোদাই বা আলোকচিত্র তৈরী বা প্রকাশ।[২৮/২০০০ ধারা ৭২(ন)];
- কোন চলচ্চিত্র ফিল্মে, যথা:- (১) প্রকাশ্য স্থানে বা জনসাধারণের প্রবেশাধিকার আছে এমন কোন স্থানে স্থায়ীভাবে অবস্থিত কোন শিল্পকর্মের অন্তর্ভুক্তি; (২) অন্যান্য যে কোন শিল্পকর্মের অন্তর্ভুক্তি, যদি অনুরূপ অন্তর্ভুক্তি শুধুমাত্র পটভূমিরূপে হয় অথবা ঐ কর্মে রূপায়িত প্রধান বিষয়ের সহিত কোন কারণে প্রাসংগিক হয়।[২৮/২০০০ ধারা ৭২(প)];
কপিরাইট আইন ২০০০-এর অধীনে "শিল্প কর্ম" অর্থ: (ক) শিল্পসুলভ গুণ থাকুক বা না থাকুক, চিত্রকর্ম, ভাস্কর্য, ড্রয়িং (রেখাচিত্র, মানচিত্র, চার্ট, নকশাসহ), খোদাই বা ফটোগ্রাফ; (খ) স্থাপত্য শিল্পকর্ম; এবং (গ) শিল্পসুলভ কারিকর সমৃদ্ধ অন্য কোন কর্ম। [২৮/২০০০ ধারা ২(৩৬)] সুতরাং বাংলাদেশী বিস্তৃত দৃশ্যের স্বাধীনতা শুধুমাত্র "প্রকাশ্যস্থানে বা জনসাধারণের প্রবেশাধিকার আছে এমন স্থানে স্থায়ীভাবে অবস্থিত" স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পসুলভ কারিকর সমৃদ্ধ কর্মের ক্ষেত্রে প্রযোজ্য।
প্রত্যাশিতভাবেই অধিকাংশ সাবেক ব্রিটিশ উপনিবেশের মত বাংলাদেশী আইনটি যুক্তরাজ্যের আইনের আদলে তৈরি করা হয়েছে, এবং কোন নির্দিষ্ট ক্ষেত্রে কোন আইনের অনুপস্থিতি থাকলে এটা ধরে নেওয়া যুক্তিসঙ্গত যে নিয়মগুলি একই রকম হবে। আরও বিস্তারিত জানার জন্য COM:FOP যুক্তরাজ্য দেখুন।
ডাকটিকিট
আরও দেখুন : কমন্স:ডাকটিকিট
. ২০৩২ সালের আগে কোনও বাংলাদেশী ডাকটিকিট আপলোড করা নাও যেতে কারণ প্রথম ডাকটিকিটগুলি ২৯ জুলাই ১৯৭১ সালে জারি করা হয় এবং সরকারি কর্মের কপিরাইটের মেয়াদ হচ্ছে প্রকাশকালের পর থেকে আরো ৬০ বছর। ১৯৭১-এর ডাকটিকেটগুলি ২০৩২ সালে আপলোড করা যেতে পারে।
আরো দেখুন
উদ্ধৃতিসমূহ
- ↑ a b Bangladesh Copyright and Related Rights (Neighboring Rights). WIPO: World Intellectual Property Organization (2018). Retrieved on 2018-11-08.
- ↑ Mohammad Monirul Azam (2013). Copyright law in Bangladesh. Legal Steps. Retrieved on 2018-12-17.
- ↑ Copyright Act, 2000 (Act No. 28 of 2000, as amended up to 2005) (in Bengali). Bangladesh (2005). Retrieved on 2018-11-08.
- ↑ Copyright Act, 2000: Act No. XXVIII of 2000. Copyright Office Bangladesh (18 July, 2000). Retrieved on 2018-12-17.