কমন্স:উইকিমিডিয়া কৌশল ২০১৭
কৌশলগত আলোচনায় স্বাগতম
গত ১৬ বছর যাবত উইকিপিডিয়ানরা একসাথে ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত জ্ঞান ভান্ডার তৈরির চেষ্ঠা করেছে। আজকে, আমরা একটি কয়েকটি ওয়েবসাইটের সমষ্ঠিগত একটি দলের চেয়েও বেশি কিছু। আমরা মূল্যবোধ ও শক্তিশালী উদ্দেশ্য নিয়ে চলা একটি আন্দোলন: এমন এক পৃথিবী যেখানে মুক্ত জ্ঞানে সব মানুষের থাকবে সমান অধিকার।
একটি আন্দোলন হিসেবে আমরা পৃথিবীতে ভবিষ্যতে উইকিমিডিয়াি কি ভূমিকা পালন করবে সেটি নিয়ে আলোচনা শুরু করেছি।
কথোপকথনে যোগ দিতে আপনাকে উষ্ণ আমন্ত্রণ।
১ম ধাপ: শুরু করার আগে আরও জানুন
আলোচনায় অংশগ্রহণকারীদের এই আন্দোলন ও এর ভবিষ্যৎ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদানে এই নথিটি সাহায্য করবে। তথ্য পাওয়া সাপেক্ষে এই নথিটি ভবিষ্যতে আর উন্নত করা হবে। আপনি এখানে আরও জানতে পারেন:
|
Step 2: Discuss our future
একটি বড় প্রশ্নআন্দোলনের অংশ হিসেবে আমাদের উদ্দেশ্য ২০৩০ সালের দিকে যেতে হলে আমাদের কোন পথে চলতে হবে ও কীভাবে নিজেদেরকে আরো উৎসাহ দিয়ে এগিয়ে নিতে পারি এটা ঠিক করা। এটা আমাদের আন্দোলনকে আরও সংগঠিত করতে ও মূল বিষয়গুলো প্রাধান্য দিতে সাহায্য করবে। বড় প্রশ্নটি নিচে দেওয়া হল: | |
আন্দোলন হিসেবে আমরা একসাথে আগামী ১৫ বছরে কোন ধরনের ভবিষ্যৎ গড়তে চাই বা কি অর্জন করতে চাই? | |
আরও দেখুন:
| |
পরবর্তী ধাপ: আলোচনা সংশ্লেষ ও আলোচনাচক্র
আলোচনাসমূহ ক্রমাগতভাবে সারাংশ ও বিষয় অনুসারে উপস্থাপিত হবে। মূল আলোচ্যবিষয়সমূহ উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য সম্প্রদায়ের সাথেও বিনিময় করা হবে সুতরাং অন্যরাও এটি দেখে বুঝতে পারবে কি বিষয় নিয়ে আলোচনা হবে। |
আমরা বর্তমানে আলোচনার প্রথম পর্যায়ে রয়েছি। এছাড়াও পরবর্তীতে আরও দুই ধাপে আলোচনা হবে যেখানে আপনি যুক্ত হতে পারবেন। পরবর্তী ধাপে ২০১৭-এর আগস্টের মধ্যে আমরা আলোচনার মূল বক্তব্যে এসে একদিকে আলোচনা করার চেষ্ঠা করবো ও মূল বিষয়গুলোতে মনোযোগ দিব। |
ব্যবহৃত ছবি: Bombilla verde - green Edison lamp.svg, AS-rondo-icon-links-grün.svg, Calendar Icon.svg