User talk:Pratyya Ghosh/Archives/22 (2019-09)
This is an archive of past discussions for the period September 2019. Do not edit the contents of this page. If you wish to start a new discussion or revive an old one, please do so on the current talk page. |
← Archive 21 | Archive 22 | Archive 23 →
বিশ্বের সর্ববৃহৎ ছবি প্রতিযোগিতায় অংশ নিন
সুপ্রিয় Pratyya Ghosh,
উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে বাংলাদেশে চতুর্থবারেরমত চলছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস ২০১৯। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতা পাতায় দেয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।
- ২০১৯ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: উইকি লাভস মনুমেন্টস ২০১৯।
- প্রতিযোগিতা সংক্রান্ত ব্লগ পোস্টে বিস্তারিত: উইকি লাভস মনুমেন্টস ২০১৯ শুরু।
আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য @WLMBangladesh অনুসরণ করুন।
আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wlmwikimedia.org.bd ঠিকানায়। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ! আপনি এই বার্তাটি পাচ্ছেন কারণ আপনি এর পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন
#wlmBangladesh আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান, মঙ্গলবার ২০:২৮, ০৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)