User:ফরিদ উজ জামান শওন
Jump to navigation
Jump to search
ফরিদ উজ জামান (১০ অক্টবর ১৯৯৬) একজন বাঙালি চিত্রশিল্পী।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে বিমূর্ত, জলরঙ্মগে মূর্ছনা, পথশিশু, জহাজ শ্রমিক, গ্রামিন প্রেক্ষাপট ইত্যাদি।
জন্ম ও শিক্ষাজীবন
ফরিদ উজ জামান ১৯৯৬ খ্রিস্টাব্দের ১০ অক্টবর তৎকালীন বরিশাল জেলার বানারীপাড়াতে জন্মগ্রহণ করেন। বাবা মোঃ ওয়াজেদ আলী ছিলেন স্কুল শিক্ষক, মা ফরিদা ইয়াসমিন গৃহিনী। দুই ভাইবোনের মধ্যে ফরিদ উজ জামান সবার ছোট। পড়াশোনায় হাতেখড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই।
খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল।