কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রভারতেরপশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরে অবস্থিত একটি বেসরকারী গ্রন্থাগার। মূলতঃ পত্র-পত্রিকা সংরক্ষণ ও পঠন-পাঠনের উদ্দেশ্যে জনৈক সন্দীপ দত্ত ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৩শে জুন ব্যক্তিগত উদ্যোগে সামান্য কয়েকটি পত্র-পত্রিকা নিয়ে এই গ্রন্থাগার চালু করেন, যা বর্তমানে ভারতের অন্যতম সমৃদ্ধ পত্রিকার সংগ্রহালয় হিসেবে গণ্য হয়ে থাকে। উইকিমিডিয়া ও এই গ্রন্থাগারের মধ্যে চলমান ও ভবিষ্যতের পারস্পরিক সমন্বয়মূলক প্রকল্পগুলি সম্বন্ধে তথ্য প্রদান ও আলোচনার জন্য এই পাতাটি তৈরী করা হয়েছে। যদি আপনি এই গ্রন্থাগারে অনুষ্ঠিত উইকিমিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক হন, তবে এই গ্ল্যাম প্রকল্পের সঙ্গে যুক্ত স্বেছাসেবী শান্তনু চন্দ্র, সুজয় চন্দ্র বা বোধিসত্ত্ব মন্ডলের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করি।
২০১৫ খ্রিস্টাব্দের জুলাই মাস থেকে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র উইকিমিডিয়া ভারত অধ্যায়ের সহযোগিতায় পশ্চিমবঙ্গের প্রথম গ্ল্যাম প্রকল্প চালু করার ফলে এই গ্রন্থাগারের সঙ্গে উইকিমিডিয়া সম্প্রদায়ের একটি সমন্বয়মূলক প্রকল্পের সূত্রপাত ঘটে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত উইকিমিডিয়ানরা দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকালীন সম্পর্ক নির্মাণ ও পশ্চিমবঙ্গের উইকিমিডিয়া সম্প্রদায়ের সংখ্যাগত ও গুণগত মান বৃদ্ধিতে বদ্ধপরিকর। তাঁরা আগামী কয়েক মাস ধরে এই গ্রন্থাগারের সসদস্যদের সঙ্গে মিলিতভাবে তাঁদের সংগ্রহগুলিকে উইকিমিডিয়ার মাধ্যমে বিশ্বের সামনে উন্মুক্ত করবেন।